মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনিবন্ধিত অস্ত্র জমা দিলে শাস্তি মওকুফ
ইনকিলাব ডেস্ক : আগামী তিন মাসের মধ্যে নিজের কাছে রাখা অনিবন্ধিত অস্ত্র জমা দেয়ার বিপরীতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকি মোকাবেলা ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১৯৯৬ সালের পরে দেশটিতে এমন ঘোষণা এটাই প্রথম। সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী তিন মাসের মধ্যে যে কেউ সংগ্রহে থাকা অনিবন্ধিত অস্ত্র জমা দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের পরে কারো কাছে অনিবন্ধিত অস্ত্র পাওয়া গেলে ন্যূনতম ২ লাখ ৮০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে। কারাদন্ড হবে ১৪ বছরের। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সরকারের মতে, দেশটির মানুষের হাতে প্রায় ২ লাখ ৬০ হাজার অনিবন্ধিত অস্ত্র আছে।বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।