Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জৈব সার ব্যবহারে জোর দিচ্ছে চীন

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন। দেশটির ১০০টি জেলা ও কাউন্টিতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব ব্যবহারের লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছে চীনের কৃষি মন্ত্রণালয়। গত বুধবার এ কর্মসূচি চালু করা হয়। চীনের হোবেই প্রদেশে অনুষ্ঠিত এক সভায় দেশটির কৃষি উপমন্ত্রী ইয়ু শিনরোং বলেন, সার প্রতিস্থাপন কর্মসূচিতে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার একটি তহবিল গঠন করবে। এ কর্মসূচির লক্ষ্য হলো- চা, শাক-সবজি ও ফলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। কৃষি উপমন্ত্রী বলেন, যেসব কৃষক জৈব সার ব্যবহার করবে, কৃষি মন্ত্রণালয় তাদের ভর্তুকি দেবে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ