Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

কাবুলে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : াফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। গত বৃহস্পতিবার রাতে কাবুলের পশ্চিমে আল-যাহরা মসজিদের প্রবেশ মুখে এ হামলার ঘটনা ঘটে। পদস্থ আফগান কর্মকর্তা ও রাজনীতিবিদরা মাঝেমধ্যে এ মসজিদে সফর করে থাকেন। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। বিবিসি।

সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র
ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র রয়েছে কাতার ও ইরানের যৌথ নৌসীমায়। কাতারের মধ্যে পড়েছে বড় অংশ। কাতারি অংশে এই গ্যাসক্ষেত্রের নাম নর্থ ডোম। আর ইরানি অংশে এর নাম সাউথ পার্স। দুই দেশের নৌসীমায় ভাগাভাগি হলেও বিশ্বে এনএনজির চাহিদার অধিকাংশ আসে এই গ্যাসক্ষেত্র থেকে। ব্যাপক গ্যাসের মজুত ও এর ব্যবহার করে বিশ্বের ধনী দেশে পরিণত হয়েছে কাতার। রয়টার্স।

অগ্নিকান্ডে নিহত ৫

ইনকিলাব ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় পার্বত্য হেবেই প্রদেশে একটি এলাকায় অগ্নিকান্ডে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ খবর জানায়। কিননহুয়াংদাও নগরীর হাইগাং জেলার পিংদিঙ্গিয়ু গ্রামে গত বৃহস্পতিবার বিকেল ৩ টা ২৬ মিনিটে আগুন লাগে। এতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়। উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনহুয়া।

পুলিশ সদস্য নিহত
ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলায় এক পুলিশ সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পুলিশ একথা জানায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা এ হামলার শিকার হন। পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল সন্ধ্যায় জঙ্গিরা শ্রীনগরের হাইদারপড়া এলাকায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। সিনহুয়া।

চীনে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : চীনের জিয়াংসু প্রদেশের ঝুয়াজহো শহরে চুয়াংঝিন কিন্ডারগার্টেন স্কুলের পাশে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ এটিকে অপরাধমূলক ঘটনা বলে মন্তব্য করেছে। সন্দেহভাজন হিসেবে একজনকে শনাক্ত করেছে। প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন, স্কুলে প্রবেশের পথে রাস্তায় খাবারের দোকানের সিলিন্ডার বিস্ফোরণের কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কিন্ডারগার্টেন স্কুলের কোনো শিশু বা শিক্ষক নিহত হননি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ