মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ বাড়ীর রাস্তা নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার চর সিরতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই পক্ষের ১৪ জন আটক করেছে। নিহতরা হলেন সাথীয়া বেগম (৩৫) ও দেলোয়ার হোসেন(৩২)। এ সংর্ঘষে আহত আরো ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্থানীয় চর সিরতা এলাকায় হাফিজ উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশী হেলাল উদ্দিনের একটি বাড়ির রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই শুক্রবার দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের ৭ থেকে ৮ জন আহত হন। এদের মধ্যে সাথীয়া বেগম ঘটনাস্থলেই ও দেলোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর মারা যায়। ওসি কামরুল জানান, এ ঘটনায় ১৪জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।