Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ে উচ্ছেদে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড় দখল করে যেসব অবৈধ স্থাপনা তৈরী করা হয়েছে তা উচ্ছেদ করতে হবে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে কোনো পলিটিক্যাল প্রভাব সহ্য করা হবে না। গতকাল (বৃহস্পতিবার) নগরীর লালখান বাজার, মতিঝর্ণা ও বাটালি হিলসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবনের ব্যাপার। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উদ্ধার করার সময় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসলে তা কঠোরভাবে দমন করা হবে। মানুষ বেঁচে থাকলে তো জীবিকা। জীবন রক্ষার জন্য জোর করে সরিয়ে নিতে হবে। এটা উচ্ছেদ নয়, ঝুঁকিপূর্ণ জীবন থেকে প্রয়োজনে বলপ্রয়োগ করে উদ্ধার করতে হবে।
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্দেশ্যে তিনি বলেন, নগরীর পানিবদ্ধতা নিরসণ করা আপনার দায়িত্ব। আপনি প্রকল্প গ্রহণ করুন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে। আপনার প্রথম কাজ মানুষকে দুর্ভোগ থেকে মুুক্তি দেওয়া। মেয়র এ ক্ষেত্রে সফল হবেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মেয়র ইতোমধ্যে মহানগরীকে বিলবোর্ডমুক্ত করতে সাফল্য দেখিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগ এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা দুর্যোগ প্রতিরোধ করতে পারব না, তবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি বা প্রাণহানি কম হয় সে ব্যাপারে  সতর্ক থাকতে হবে। নাকে তেল দিয়ে ঘুমালে বিপর্যয় রোধ করা যাবে না। দুর্যোগ আসার আগেই তাই সতর্ক হতে হবে। দুর্যোগের পর লাশ উদ্ধার করা মূল কাজ না মূল কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। এ ব্যাপারে তিনি সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেন। পরে তিনি নগরীর হালিশহরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এসময় মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমেদ, মফিজুর রহমান এবং ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এফ কবির আহমদ মানিক মন্ত্রীর সঙ্গে ছিলেন।







 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ