Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর পাশে আছে রিয়াল

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : শঙ্কটের সময় ক্লাবকে পাশে পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠার প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, তাদের বিশ্বাস তাদের ছেলে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

বুধবার এক বিবৃতির মাধ্যমে রোনালদোর পাশে থাকার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ ক্লাব কতৃপক্ষ। সেখানে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব তাদের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি পূর্ন আস্থা রাখছে যিনি কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত। ২০০৯ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে সবসময় সে কর পরিশোধের বিষয়ে স্বচ্ছতা দেখিয়ে এসেছে। রিয়াল মাদ্রিদ আশা করছে যত দ্রæত সম্ভব কতৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবে যেন তার সেই স্বচ্ছতার সেই ভাবমূর্তি অক্ষুন্ন থাকে।’
উল্লেখ্য, স্প্যানিশ সরকারি কৌঁসুলিদের অভিযোগ ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁতি দিয়েছেন। গত ডিসেম্বরের কিছু তথ্য-উপাত্ত থেকে প্রমাণ মেলে বিদেশের অ্যাকাউন্টে টাকা রেখে কর ফাঁকি দিয়েছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। রোনালদো অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ