নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের খেলা। এ আসরে বাংলাদেশের কিশোরী ফুটবলাররাও অংশ নেবেন। টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে থাইল্যান্ড যাত্রার আগে দেশের বাইরে বেশ ক’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ মহিলা দলের। এ ধারাবাহিকতায় জাপানের ওসাকায় জে-গ্রিন সাকাই ন্যাশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ এবং পাঁচটি প্রীতি ম্যাচ খেলবেন কৃষ্ণা রানীরা। ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যে লক্ষ্যে আগামীকাল রাত ১১টা ৫৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের প্রস্তুতির অংশ হিসেবেই লাল-সবুজের মেয়েদের এই জাপান সফর। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ কিশোরী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাইপর্বে কোয়ালিফাইং করার পরেই আমরা জানতে পারি কারা আমাদের প্রতিপক্ষ। তখনই বাফুফে সভাপতিকে বলেছিলাম মেয়েদের উন্নত প্রশিক্ষণ এবং প্রচুর প্রস্তুতিমূলক ম্যাচ খেলার প্রয়োজন। আমার চাহিদা মতো তিনি সেই ব্যবস্থা করেছেন।’ ছোটন আরও বলেন, ‘মেয়েরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছে। প্রতিনিয়ত উন্নতিও করছে তারা। জাপানে আমার দল আগেও গিয়ে খেলে এসেছে। এবার ওখানে গিয়ে আমরা প্রশিক্ষণ এবং ম্যাচ খেলার পাশাপাশি শিক্ষণীয় ক্লাসও করবো। যা দলের ফুটবলারদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। জাপানে যেসব সুযোগ-সুবিধা পাব, তা সবাই মিলে কাজে লাগাতে চেষ্টা করবো।’
সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বে অগ্নীপরীক্ষায় নামতে হবে বাংলাদেশের কিশোরীদের। তাই প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাইছে না বাফুফে। ক্যাম্পে থাকা ২৮ ফুটবলারের মধ্যে ২০ জনকেই জাপান পাঠাচ্ছে তারা। তবে সেখানে গিয়ে যদি কোন ফুটবলার ইনজুরিতে পড়েন তাহলে বাকি আটজন থেকে কাউকে নিয়ে সেই অভাব পুরণ করা হবে। দলের নতুন মুখ গোলরক্ষক রুমকি। সিরাজগঞ্জের ট্যালেন্ট হান্ট কার্যক্রম থেকে এই দলে ঠাঁই পেয়েছেন তিনি। আর এতোদিন স্ট্রাইকার হিসেবেই পরিচিতি ছিলো জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় সাবিনা খাতুনের। তবে এবার কৃষ্ণা বাহিনীর সঙ্গে তিনি যাচ্ছেন নতুন পরিচয়ে। তাকে বাফুফে পাঠাচ্ছে মহিলা কোচ হিসেবে। জাতীয় দলের সিনিয়র এই খেলোয়াড়ের বয়স উর্ধ্ব-১৬। তাই দলে খেলা সম্ভব নয়। তাছাড়া আগেই কোচিং কোর্স শেষ করেছেন সাবিনা। আর এএফসির নিয়ম অনুযায়ী মহিলা দলে একজন মহিলা কোচ রাখা বাধ্যতামূলক। এ কারণেই দলের সঙ্গে কোচ হিসেবে তাকে পাঠানো হচ্ছে।
দলের অধিনায়ক কৃষ্ণা রাণী মনে করেন তাদের জাপান সফরের সুফল থাইল্যান্ডে পাওয়া যাবে। তিনি বলেন, ‘আশা করছি ওখানে গিয়ে ভালো খেলবো। আমাদের অনুশীলন ভালো হচ্ছে। স্যাররা আমাদের যেভাবে শেখাচ্ছেন, তা কাজে লাগাতে চাই। জাপানে এবারই প্রথম নয়। ওখানে গিয়ে আগেও খেলেছি। তখন বেশ কিছু ভুলক্রটি ছিলো আমাদের। আশা করি এবার আর সেই ভুলগুলো হবে না।’
ক’মাস আগে বাংলাদেশের কিশোরীরা জাপান, চীন ও সিঙ্গাপুরে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। সেপ্টেম্বর পর্যন্ত তারা আরও তিনটি দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এএফসি চূড়ান্ত পর্বের আগে মেয়েদের ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি ভালভাবে তৈরি করার লক্ষ্যেই বাফুফের এই জাপান সফরের আয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।