মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে ইয়েমেনে। প্রতি ৩৫ সেকেন্ডে সেখানে একটি শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। এই হিসাবে প্রতি ঘন্টায় গড়ে ১০৫ জন আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় সেভ দ্য চিলড্রেন বলছে, ইয়েমেন পুরোপুরি ভেঙে পড়ার পথে। তারা আরো বলেছেন, গত ১৪ দিনে সেখানে কলেরার সংক্রমণ তিনগুবণ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের মার্চে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৭ হাজার ৬ শতাধিক মানুষ জীবন হারিয়েছেন। আহত হয়েছেন ৪২ হাজার। কমপক্ষে ২০ লাখ শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। তারা বিভিন্ন রোগে বিপন্ন হয়ে পড়েছে। সেভ দ্য চিলড্রেনের ক্যারোলাইনা অ্যানিং বলেছেন, এর মধ্যে পানিবাহিত রোগ কলেরা সবচেয়ে ভয়াবহ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।