Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজরদারি বাড়াতে সাগরে নতুন রাডার বসাচ্ছে ভারত

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নৌ-সীমানায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাড়তি নজরদারির জন্য বসানো হচ্ছে নতুন রাডার স্টেশন এবং টহল জোরদার করতে আনা হচ্ছে নতুন জাহাজ। ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গেছেন দেশটির উপকূলরক্ষী বাহিনীর পূর্ব উপকূলের ভারপ্রাপ্ত এডিজি কে সি পাÐে। খবরে বলা হয়েছে, সুন্দরবন অংশে বেশ ফাঁকফোকর রয়েছে। কিন্তু সেসব বন্ধ করে এই সীমান্ত দিয়েই বাণিজ্যের নতুন পথ বের করতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা এই পথে পণ্যবাহী জাহাজের চলাচল আরও বাড়াতে চান। উপকূলরক্ষী বাহিনী সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার ও বাণিজ্যের উপরে জোর দিচ্ছে ভারত। এছাড়াও মায়ানমার সীমান্তেও নজরদারি বাড়ানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, সরকার সীমান্ত ঘেঁষে চারলেন সড়ক করছে যে প্রকল্পের নাম দেয়া হয়েছে ভারতমালা। একইভাবে সাগরেও নিয়েছে সাগরমালা প্রকল্প। এই প্রকল্পে সাগরে বিদ্যমান ভারতীয় দ্বীপগুলোতে নতুন নতুন বন্দর গড়ে তোলার কথা ভাবছে ভারত সরকার। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ