Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফি ঝড়ে ২৬৪/৭ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ৫:৫১ পিএম | আপডেট : ৭:২৮ পিএম, ১৫ জুন, ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ।

এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে কিছুটা বিলম্বিত হয়ে শুরু হয় ১০ মিনিট পর। তবে নির্ধারিত সময়ে হওয়া টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৬৪।

শুরুতেই (৭ ওভারে ৩১) দুই উইকেট (সৌম্য ০, সাব্বির ১৯) হারিয়ে যে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ, তামিম-মুশফিকের জোড়া ফিফটিতে সেটি কাটিয়ে ওঠে। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪/৩। ফিফটির দেখা পেয়েছেন তামিম ও মুশফিক দুজনেই। ৭ চার ও এক ছক্কায় ৭০ রান করে ফিরেছেন ড্যাশিং এই ওপেনার। এর খানিক বাদে মুশফিকও (৬১) ফিরে গেলে বড় সংগ্রহের পথে বাটা পড়ে। নিউজিল্যান্ড ম্যাচে রূপকথার জয় এনে দেয়ার নায়ক সাকিব-মাহমুদউল্লাহও পারেননি দলকে বেশিদূর টেনে নিতে। সাকিব ১৫ ও মোসাদ্দেক ফিরেছেন সমান ১৫ রান করে আর তাদের পিছু পিছু রিয়াদও ফেরেন ২১ রানে। ৪২ ওভার শেষে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২২৯/৭। বাকিটা পথ তাসকিনকে নিয়ে পাড়ি দেন মাশরাফি বিন মুর্তজা। শেষ বল পর্যন্ত খেলে ৫টি দর্শনীয় চারে ২৫ বলে সাজানো তার ৩০ রানের ইনিংসটি। যোগ্য ছায়ার মত তাকে সঙ্গ দিয়েছেন অনুজ তাসকিন, অপরাজিত ছিলেন একটি চারে ১৪ বলে ১০ রান নিয়ে। ২৬৫ রানের লক্ষ্য পাওয়া ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর, বুমরাহ ও কেদার যাদব।

এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আইসিসির কোন আসরে ফাইনালে খেলবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।

বিশ্বকাপের পর থেকে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। দুটি দলই ১১টি করে ম্যাচ জিতেছে। তবে এই সময়ে ভারত ১৩টি আর বাংলাদেশ ১০টি ম্যাচে হেরেছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনেতা মাশরাফি মর্তুজা বলেন, ‘আমরা জানি, নিজেদের দিনে আমরা যে কোনো কিছুই করতে পারি।’ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘বাংলাদেশ সত্যিকার অর্থেই তাদের ক্রিকেটে দারুণ উন্নতি করেছে। বেশ কয়েকজন আছেন যারা দায়িত্ব নিয়ে খেলছেন। তাদের সেমিফাইনালে ওঠা বিস্ময়কর কিছু নয়। নিজেদের দিনে বাংলাদেশ ভয়ঙ্কর, সেটি সবারই জানা।’

এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড়ধসে হতাহতদের স্মরণে এই ম্যাচে কালো ব্যাজ পড়ে খেলতে নামবেন মাশরাফিরা। ইতোমধ্যে পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন অধিকাংশ ক্রিকেটার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে টাইগার দলপতি মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’ তিনি আরও লেখেন, ‘উদ্ধার কাজে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেওয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’

এর আগে গতকাল বুধবার রাতে ইংল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ