Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু শিল্পী মম’র নতুন মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি নির্মিত হয়েছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘সাগর বড় একেলা’ গানের মিউজিক ভিডিও। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। থ্রিডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আতিকুর রহমান। মিউজিক ভিডিওটিতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখা যাবে। শুটিং হয়েছে কক্সবাজার, রাঙামাটি, শ্রীমঙ্গল, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, মুজিবনগর, কুমিল্লা ও মানিকগঞ্জে। চলতি সপ্তাহে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেয়া হবে এবং দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য, এর আগে গত বছরের শেষের দিকে মুক্তি পায় মম’র ‘শোন শোন বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিও। দেশাত্ববোধক এই গানটি দেশের বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচারিত হয়। সংগীত ছাড়াও মম নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও তার সরব উপস্থিতি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু শিল্পী মম’র নতুন মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ