নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টানা বর্ষণে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধ্বসে ব্যপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুই কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ পাহাড় ধ্বসে এ পর্যন্ত ১৩৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মাশরাফি তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধ্বসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’ সাকিব আল হাসান তার স্ট্যাটাসে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত এবং পরিবার পরিজনের মানসিক শক্তি কামনা করছি। ’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।