Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারকে স্বপ¦ দেখিয়ে কোচের পদত্যাগ!

চীনকে বিদায়ের পথ দেখালো সিরিয়া

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এশিয়ান জোন বাছাইপর্বে কালকের রাতটি ছিল মূলত সাম্প্রতীক সময়ে মধ্যপ্রাচ্যে গুরুতর রাজনৈতিক সমস্যা জর্জরিত কাতারের ম্যাচটিকে ঘিড়ে। দোহায় নিজেদের মাটিতে বিশ্বকাপের নিয়মিত অংশগ্রহণ করা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কাতারের এই জয় অনেকটাই স্বস্তি এনে দিয়ে দেশটিতে। আট ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা কাতার এখনো তৃতীয় স্থানে স্বপ্ন দেখতেই পারে। ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও জাপানের সাথে বেশ ভালই লড়াই চালিয়ে যাচ্ছে ১৬ পয়েন্ট করে সংগ্রহ করা সৌদি আরব ও অস্ট্রেলিয়া। দুই গ্রæপের শীর্ষ দুই দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। তৃতীয় স্থানে থাকা দলগুলোকে নিয়ে পরবর্তীতে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচের ২৫ মিনিটে আল হাইদোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় স্বাগতিক কাতার। এরপর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আকরাম আফিফ। এই গোলের যোগানদাতা ছিলেন আল হাইদো। কিন্তু ৬২ ও ৭০ মিনিটে কি সুং-ইয়েং ও হোয়াং হি-চ্যাংয়ের দুই গোলে দারুনভাবে ম্যাচে ফিরে আসে কোরিয়া। তবে চার মিনিট পরেই রডরিগো তাবাতার সহযোগিতায় আল হাইদো নিজের দ্বিতীয় গোল করলে দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকরা।
এমন জয়ের আনন্দ ফিকে হতে চলেছে একটি খবরে। ঐ ম্যাচ শেষেই নাকি পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন কোচ জর্জ ফোসাতি! দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে ফোসাতি কাতারের জনগন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তার বিদায়ের ঘোষনা দেন, ‘ফেডারেশন যদি চায় তবে আমি অন্য কারো পথ আটকে রাখবো না। জাতীয় দল ছাড়ার কোন ইচ্ছা আমার ছিলনা। কিন্তু কখনো কখনো নিজের জন্য ভাল বলে সঠিক পথটাকেই বেছে নিতে হয়। সকলের সামনে নিজেকে সবসময় নিয়ে যাওয়া যায়না।’ তার এই ঘোষনায় এক টুইটার বার্তায় এসোসিয়েশন প্রধাম হামাদ বিন খালিফা বিন আহমদে আল-থানি বিষয়টিকে বিস্ময়কর হিসেবে মত দিয়ে জানিয়েছেন, উরুগুইয়ান কোচের সাথে কথা বলেই এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। ফোসাতি চলে গেলে অনুর্ধ্ব-২৩ দলের কোচ ফেলিক্স সানচেজের ওপরই জাতীয় দলের দায়িত্ব আসতে পারে।
গত বছর সেপ্টেম্বরে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ফোসাতি। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে গ্রæপ-এ থেকে প্রথম দুটি ম্যাচে পরাজয়ের পরে ফোসাতি দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে আট ম্যাচে কাতারের সংগ্রহ ৭ পয়েন্ট। ফোসাতির অধীনে কাতার বাছাইপর্বে দুটি জয়, একটি ড্র ও তিনটিতে পরাজিত হয়েছে। শেষ দুটি ম্যাচে জিততে পারলে ও তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তান যদি তাদের পরবর্তী ম্যাচগুলোতে পরাজিত হয় তবে তৃতীয় স্থানে থেকে অন্তত প্লে-অফে খেলার যোগ্যতা অর্জণ করবে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। এর আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কখনই খেলেনি মধ্যপ্রাচ্যের দেশটি।
এদিকে, আহমাদ আল সালিহ’র শেষ মুহূর্তের গোলে এশিয়ান জোন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চীনে সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিরিয়া। আর এর ফলে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে চাইনিজদের। গ্রæপ-এর’র অপর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে কিছুটা হলেও রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রেখেছে কাতার।
গ্রæপে এ পর্যন্ত খেলা ৮ ম্যাচে দ্বিতীয় জয়ের দ্বারপ্রান্তে প্রায় পৌঁছেই গিয়েছিল মার্সেরো লিপ্পির চায়না। কিন্তু ইনজুরি টাইমে আল সালিহর কার্লিং ফ্রি-কিকে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। হাতে রয়েছে আর মাত্র ২টি ম্যাচ। তৃতীয় স্থানে থেকে প্লে-অফ খেলা নিশ্চিত করতে হলে চায়নার সামনে সমীকরনটি অবশ্য বেশ কঠিন। বাকি দুটি ম্যাচে তো জিততেই হবে, একইসাথে অপেক্ষায় থাকতে হবে অন্য দলগুলোর পরাজয়ের দিকে। ইতোমধ্যেই এই গ্রæপ থেকে ২০ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে ইরান। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থেকে এখনো প্লে-অফ পজিশন ধরে রেখেছে উজবেকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ