মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ওয়াশিংটনের একটি হোটেলে রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন সাক্ষাতের অভিযোগ অস্বীকার করেছেন। আমেরিকার সর্বোচ্চ এই আইনি কর্মকর্তা, রাশিয়ার সঙ্গে তার গোপন যোগসাজশের বক্তব্য বিতৃষ্ণামূলক ঘৃণ্য মিথ্যা বলে দাবি করেছেন। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়লাভে সাহায্য করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সিনেটের গোয়েন্দা কমিটির শুনানিতে তিনি এ দাবি করেন। প্রসঙ্গত, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের যোগাযোগের অভিযোগ তদন্ত করে দেখছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হিসেবে এই তদন্তে নজরদারি করার কথা ছিল সেশন্সের। কিন্তু তার বিরুদ্ধেই গোপন যোগসাজশের অভিযোগ ওঠার পর এই তদন্ত পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। শুনানির শুরুতেই সেশন্স জানান, রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত তদরকি থেকে তিনি নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন এ জন্য বিচার বিভাগের আইন অনুযায়ী তিনি নিজেকে এ সঙ্গে যুক্ত হতে পারেন না। কারণ, ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে তিনি ছিলেন একজন প্রধান পরামর্শক। রুশ সংশ্লিষ্টতার বিষয়ে সেশন্স বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন বা কোনো প্রচারণার বিষয়ে আমি কখনোই কোনো রুশ কিংবা বিদেশি কর্মকর্তার সঙ্গে দেখা বা আলাপ করি নাই। এছাড়া ট্রাম্পের নির্বাচনী শিবিরের কারো সঙ্গে এ ধরণের আলোচনার সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই। প্রেসিডেন্টের সঙ্গে তার কথাবার্তা নিয়ে আলোচনা করতেও কমিটির সামনে বার বার অস্বীকৃতি জানান সেশন্স। তিনি দাবি করেন এ বিষয়গুলো ছিল একান্তই ব্যক্তিগত এবং এগুলো নিয়ে তিনি আলাপ করতে চান না। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।