Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফ ওকে’র সিরিয়ালে ফাহাদ আলি

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চ্যানেল ভি’র ‘বাডি প্রজেক্ট’ অনুষ্ঠানে কে.ডি.’ ভ‚মিকায় কাজ করে দর্শকদের মন হয় করেছিলেন ফাহাদ আলি। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘মুহ বোলি শাদি’ সিরিয়ালে শেষ দেখা যাবার পর এখন তেকে তাকে লাইফ ওকে চ্যানেলের ‘জানে কেয়া হোগা রামা রে’ সিরিয়ালে দেখা যাবে। এই সিরিয়ালে প্রধান দুই ভ‚মিকায় অভিনয় করছেন সুপ্রিয়া পাঠক এবং যতিন শর্মা।
উল্লেখিত সিরিয়ালটিতে অংশ নেয়রার কথা নিশ্চিত করতে গিয়ে ফাহাদ বলেন, ‘আমি সিরিয়ালটিতে শেখরের ভ‚মিকায় অভিনয় করছি। শেখর লন্ডনে পড়ালেখা শেষ করে ভারত ফিরেছে।’
তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে টিভিতে ফিরতে আমার কিছুটা সময় লেগে গেছে। আসলে আমি একটি ভালো ভ‚মিকার জন্য অপেক্ষায় ছিলাম। আশা করি ‘বাডি প্রজেক্ট’র কেডি চরিত্রের জন্য আমি যে ভালোবাসা পেয়েছি ‘জানে কেয়া হোগা রামা রে’ সিরিয়ালের শেখর চরিত্রের জন্যও তাই পাব। এছাড়া ‘বাডি প্রজেক্ট’-এর বন্ধু যতিনের সঙ্গে আবার কাজ করার সুযোগে পেলাম বরে ভাল লাগছে।’
‘জানে কেয়া হোগা রামা রে’ সিরিয়ালে ফাহাদের এন্ট্রি এরই মধ্যে প্রচারিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইফ ওকে’র সিরিয়ালে ফাহাদ আলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ