Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল উ.কোরিয়া

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেলখাটা এক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ তথ্য জানিয়েছেন। উত্তর কোরিয়ার একটি হোটেল থেকে প্রাপাগান্ডা সাইন চুরি করায় ২০১৬ সালের মার্চ মাসে ২২ বছর বয়সি মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্ম্বিয়ারকে ১৫ বছর সশ্রম কারাদÐ দেয়া হয়। ওই বছর ২ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। উত্তর কোরিয়ায় ঘুরতে এসেছিলেন ওয়ার্ম্বিয়ার। তবে ধরা পড়ার পর স্বীকার করেন, উত্তর কোরিয়ার মানুষের ক্ষতি করতেই তিনি এসেছিলেন। অবশ্য তার পরিবারের দাবি, জোর করে স্বীকারোক্তি আদায় করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। টিলারসন জানিয়েছেন, ওয়ার্ম্বিয়ার যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। তিনি সোজা ওহাইওর সিনসিনাটিতে নিজ বাড়িতে যাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ