Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা
নারী ও পুরুষের মধ্যে সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডাব্লিইউএইচআর প্রকল্প টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে গ্রামীণ জনপদের কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জে ‘মর্যাদায় গড়ি সমতা’ বিষয়ে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কাতুলী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখোরিত র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তায়ন সংস্থা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ, মানবাধিকার কর্মী রওশন আরা, এডভোকেট আব্দুল গনি আল রুহি, খোলাবাড়ী অধিকার সুরক্ষা কমিটির রোজি বেগম, শরিফা বেগম, আব্দুল্লাহপাড়া কিশোরী ক্লাবের সভাপতি শিরীন আক্তার, মানবাধিকার বাস্তায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের আইএফও এহসানুল হক খান ও আলম খান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহপাড়া অধিকার সুরক্ষা কমিটির সভাপতি মনোয়ারা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ