রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় আসন্ন চাখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সভাপতি খিজির সরদার দলের অপর দুই বিদ্রোহী প্রার্থী ও সলিয়াবাকপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। গত রোববার বিকেলে চাখারে নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির ও চাখার ইউনিয়ন ছাত্রদল সভাপতি কবির সিকদার হত্যাসহ ৪ হত্যাকা-ের নায়ক দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর পক্ষ নিয়ে পার্শ্ববর্তী সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলার চার্জশিটভুক্ত অপর আসামী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু গত রোববার সকাল ১১টায় বেশ কয়েকটি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চাখারে অবৈধ অনুপ্রবেশ করে। এসময় তারা উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আঃ হাইয়ান ও ৬ নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আঃ মালেক সরদারকে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষ থেকে সরে না দাঁড়ালে খুন-জখম করা হবে বলে হুমকি দেয়। সংবাদ সম্মেলনে তিনি তাকে ও তার সমর্থক নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দকে জানিয়ে তাদের বহিষ্কার দাবী করেছেন। এ ব্যাপারে তিনি থানা ও নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।