রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা প্রকল্পের জেনারেল ম্যানেজার (জিএম) সুখময় চাকমাকে অপসারণ করা হয়েছে। আর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পুষ্প স্মৃতি চাকমাকে দায়িত্ব দেয়া হয়েছে ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসেবে। গতকাল সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে রাবার শ্রমিকদের সাথে বোর্ড চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রুদ্ধতার ওই বৈঠকে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও রাবার বাগান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষসহ বিভিন্ন রাবার বাগান গ্রাম প্রকল্পের লিডাররা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত জেলা সদরের পেরাছড়ার ১২নং প্রকল্প গ্রাম লিডার চিত্ত রঞ্জন চাকমা ও ভাইবোন ছড়া গ্রাম লিডার জীতেন্দ্র চাকমা জানান, তারা বৈঠকে রাবার বাগান প্রকল্পের জিএমের অপসারণ, কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বেতন ও বাগানগুলো চাষীদের নামে দেয়ার দাবি জানিয়েছেন। বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, জিএমকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। আর শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, জিএম সুখময় চাকমার অপসারণ এবং বেতন-ভাতাসহ বেশকিছু দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে কষ আহরণ বন্ধ রাখেন পার্বত্য চট্টগ্রামের রাবার শ্রমিকরা। এছাড়া একই দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।