Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূর্তি স্থানান্তর নয়, আন্দোলন ছিল মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে -ইসলামী আন্দোলন, নরসিংদী

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারনের দাবীতে নরসিংদী শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী আন্দোলন। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন, নরসিংদীর সভাপতি মাওলানা আব্দুর বারী। পূর্ব ঘোষিত কর্মসুচী অনুযায়ী গতকাল মঙ্গলবার বাদ জোহর ইসলামী আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন ও ইশা শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা নরসিংদী পৌরসভা চত্বরে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংঘটিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা নরসিংদী রেলস্টেশন চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন ভূইয়া, শ্রমিক নেতা ওয়াহেদ মিয়া, ডা. ইদ্রিস, ছাত্র নেতা জয়নাল আবেদীন ও আরিফ বিন মেহের উদ্দিন। বক্তাগন বলেন, জনগনের দাবী ছিল সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মুর্তি অপসারন। সে ক্ষেত্রে সরকার জনগনকে ধোকা দিয়ে সুপ্রিম কোর্টের সামনে থেকে মুর্তি সরিয়ে পূনরায় এনেক্স ভবনের সামনে নিয়ে স্থাপন করেছে। মুর্তি স্থানান্তর নয়, আন্দোলন ছিল মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে। মুসলমানরা কখনোই মূর্তি সংস্কৃতিতে বিশ্বাসী হতে পারে না। মূর্তি সংস্কৃতিতে বিশ্বাসী হলে মুসলমানীত্ব থাকবে না। ইমান, আকিদা তথা মুসলমানীত্ব রক্ষা করতে হলে মূর্তি সংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ