Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে পুকুর খননকালে বিষ্ণুমূর্তি উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৪:৫৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার রাতে ৮৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। কালো পাথরের এ বিষ্ণু মূর্তিটির উচ্চতা ৪০ ইঞ্চি ও প্রস্থ ১৯ ইঞ্চি।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামে সরকারি ''পবনা পুকুর" খনন কালে শুক্রবার সন্ধ্যায় কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি পায় শ্রমিকরা। সেখানে উপস্থিত পুকুরের পাহারাদার ওই গ্রামের শৈলেন চন্দ্রের ছেলে ভোলা চন্দ্র (২৭) মূর্তিটি পাশ্ববর্তী আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির পিছনে মাটির নিচে পুতে রাখে।
এ খবর পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্ন তাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ