Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারত ৬৬ পণ্যের করহার সংশোধন করেছে

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সারা ভারতকে একটি অভিন্ন কর ব্যবস্থার অধীনে আনতে মাস নয়, বাকি রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহ। দেশটির বৃহত্তম কর সংস্কার ব্যবস্থা বাস্তবায়নের আগে ৬৬টি পণ্যের কর হ্রাস করেছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল। রোববার ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি সংশোধিত জিএসটি হার ঘোষণা করেছেন। গত মাসে শ্রীনগরে জিএসটি কাউন্সিলের ১৪তম বৈঠক থেকে কর কাঠামো চূড়ান্ত করা হয়। ১ হাজার ২১১টি পণ্যকে চূড়ান্তভাবে চারটি কর ¯ø্যাবের আওতায় আনা হয়। এছাড়া বিভিন্ন সেবাকেও চারটি করসীমায় রেখে করহার চূড়ান্ত করা হয়। গত রোববার জিএসটি কাউন্সিলের ১৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে অরুণ জেটলির সভাপতিত্বে সব রাজ্যের অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জেটলি জানান, করহার সংশোধনের জন্য বিভিন্ন ক্যাটাগরির মোট ১৩৩টি পণ্য ও সেবার নাম উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ৬৬ পণ্যের করহার কমিয়েছে জিএসটি কাউন্সিল। এনডিটিভি, দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ