Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রতিশ্রæতি ভঙ্গের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করবে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া (ডিসি) ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। ডিসি ও মেরিল্যান্ডের অভিযোগ, প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পরও বিদেশী সরকারের কাছ থেকে অর্থ ও নানা সুবিধা গ্রহণ করে সংবিধানের দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন প্রশাসন জানায়, সংবিধানের এমোলুমেন্টস ক্লজ (প্রতিশ্রæতি ধারা) ট্রাম্পের ব্যবসায়িক কর্মকাÐের ওপর কোনো ধরনের প্রতিবন্ধকতা আরোপ করে না। যেকোনো ধরনের স্বার্থ-সংঘাত এড়াতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকালে নিজের ব্যবসায়িক কর্মকাÐ থেকে সরে দাঁড়ানোর অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর জানুয়ারিতে ছেলেদের পরিচালিত ট্রাস্টের কাছে ব্যবসায়িক সম্পত্তি হস্তান্তরের কথা জানান ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট, বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ