মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে দেশ ব্যাপী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং গণগ্রেফতার চলছে বলে কবর দেয়া হয়েছে। খবরে বলা হয়, আইন ভঙ্গ করে বিক্ষোভের ডাক দেয়ার অপরাধে গৃহবন্দি করা হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে। তিনি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়াই করার আশা করছেন। স্থানীয় সময় গত সোমবার দেশব্যাপী পুতিন বিরোধী বিক্ষোভের ডাক দেন নাভালনি। তার ডাকে সাড়া দিয়ে রুশ নাগরিকরা রাস্তায় নামেন। এর আগেই সকালে তাকে গৃহবন্দি করা হয়। পরে বিকেল নাগাদ মস্কোর একটি আদালত বেআইনি বিক্ষোভ আয়োজনের অপরাধে তার বিরুদ্ধে আগামী ৩০ দিন নিজ বাড়িতে প্রশাসনিক আটকাদেশের রায় দেয়। নাভালনি নিজেই তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার পুতিন প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজধানী মস্কোসহ দেশটির বেশ কয়েকটি বড় শহরে। মস্কো থেকে আটক করা হয়েছে অন্তত ৮২৪ জন বিক্ষোভকারীকে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওভিডি ইনফো এ তথ্য জানিয়েছে। পুলিশের মতে, প্রায় পাঁচ হাজার মানুষ মস্কোতে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভ সেন্ট পিটার্সবার্গ শহরেও। এতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশ নিয়েছেন। এখান থেকে আটক করা হয়েছে অন্তত ৫০০ জনকে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রসঙ্গত, পুতিন ও তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেশ কিছুদিন থেকেই তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী নাভালনি। এ আন্দোলন তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। আর এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তিনি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে জয় পেতে আগ্রহী। বিবিসি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।