মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এবার আপিল আদালতেও আটকে গেল ছয়টি মুসলিমপ্রধান দেশের অধিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞা। এখন নিষেধাজ্ঞা বহালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ওপর ভরসা করতে হবে ট্রাম্পকে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মার্কিন প্রশাসন। স্থানীয় গত সোমবার সানফ্রান্সিকোভিত্তিক নাইনথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলের তিন বিচারক ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর বিদ্যমান আইনি স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দেন। বিচারকদের মতে, এ নিষেধাজ্ঞা বিদ্যমান অভিবাসন আইন বিরোধী। এছাড়া এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট দেশগুলো থেকে মার্কিন মুলুকে আসা মানুষদের স্বার্থ ক্ষুণœ করবে বলে বিচারকরা মনে করছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এ রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন, আইন মেনেই প্রেসিডেন্ট ট্রাম্প এ নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ দিয়েছেন। বিভিন্ন দেশে সংঘটিত হামলাগুলো প্রমাণ করে যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যে আছে। হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে এবং দেশকে সম্ভাব্য হামলার ভয়াবহতা থেকে রক্ষা করতে বর্তমান প্রশাসন সবকিছু করবে। আমরা এখনো মনে করি, দেশের নিরাপত্তার জন্য আইন মেনেই প্রেসিডেন্ট ট্রাম্প এ আদেশ জারি করেছিলেন। এখন সুপ্রিম কোর্ট এ নিষেধাজ্ঞার ভবিষ্যত নির্ধারণ করবে। গত ৬ মার্চ এক নির্বাহী আদেশে ৬টি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশ নিষিদ্ধ করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই, তারা আগামী ৯০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে গ্রিনকার্ডধারীদের নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়। নিরাপত্তার জন্য নেয়া এ নিষেধাজ্ঞা গত ১৬ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাওয়াইয়ের ফেডারেল আদালত এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ ঘোষণা করেন। বলা হয়, এ আদেশ মুসলিমদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। ম্যারিল্যান্ডের নিম্ন আদালতও ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। ২৫ মে এ স্থগিতাদেশ সমর্থন করে ভার্জিনিয়াভিত্তিক যুক্তরাষ্ট্রের সার্কিট আপিল কোর্ট। এখন সানফ্রান্সিকোভিত্তিক আপিল আদালতও হাওয়াইয়ের নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখল। এর আগে গত ২৭ জানুয়ারি প্রথম দফায় ৭টি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। সেই তালিকায় উল্লিখিত ৬টি দেশ ছাড়াও ইরাকের নাম ছিল। ট্রাম্পের সেই নির্বাহী আদেশও স্থগিত করে আদালত। এর পর তিনি ইরাককে বাদ দিয়ে একই আদেশ ফের জারি করেন। পরপর দু’বার আইনগত বাধা পেয়ে নিষেধাজ্ঞা বহাল রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। বিবিসি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।