Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুল চাষে বেকার যুবকদের ভাগ্যবদল

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খন্দকার আছাদুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) থেকে : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌরসদরসহ বিভিন্ন এলাকায় নার্সারি ব্যবসায়ীরা নানা প্রজাতির দেশি-বিদেশি ফুল চাষ শুরু করেছে। উপজেলার তারাকান্দি, সুখিয়া, চ-িপাশা, মঠখোলা, বড় আজলদী এলাকায় পাঁচটি নার্সারিতে বনজ ও ফলদ বৃক্ষের সাথে এনকা, ডালিয়া, জিনিয়া, স্টার, ক্যালেন্ডুলা, ক্যান্ডিট্রাফট, ল্যাকস্পার, গাঁদা, প্যান্সিক্লক্স, ভারবেনা, সিলোসিয়া, গোলাপ, সূর্যমুখী, বেলি, কামেনি, জবাসহ নানা জাতের দেশি-বিদেশি ফুল চাষ হচ্ছে। নানা রংয়ের নানা বর্ণের এসব ফুলের চাহিদাও প্রচুর। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ফুলের উৎপাদন অনেক ভালো হয়েছে এবং শীতকালীন ফুল চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ফুলের চারা কিনে নিচ্ছে এবং এলাকার কয়েকজন বেকার যুবক এসব নার্সারি থেকে ফুল কিনে নিয়ে উপজেলার পৌরসদরসহ বিভিন্ন রাস্তায় ভ্যানগাড়িতে করে বিক্রি করছে। তারাকান্দি গ্রামের হাসেন উদ্দিনের পুত্র খোকন মিয়া জানান, ভ্যানগাড়ি করে বিভিন্ন ফুলের চারা বিক্রি করে তার প্রতিদিন আড়াই থেকে তিনশ টাকা লাভ হচ্ছে। চ-িপাশা গ্রামের দিদার নার্সারির মালিক কামাল উদ্দিনসহ কয়েকজন ফুল চাষি জানায়, দেশি-বিদেশি নানা প্রজাতির ফুলের চাহিদা আগের তুলনায় অনেকটা বেড়েছে। তারাকান্দি নাদিরা নার্সারির মালিক মো. হিরণ মিয়া জানান, নার্সারিতে ফুল চাষ করে গত বছর তার দুই লাখ টাকা লাভ হয়েছে। চলতি বছর আরও বেশি লাভ হবে বলে তিনি আশা করছেন। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো. আনোয়ার সাদত বলেন, ফুল চাষ বেশ লাভজনক হওয়ায় বেকার যুবকদের ফুল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুল চাষে বেকার যুবকদের ভাগ্যবদল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ