Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের প্রসংশায় অশ্বিন

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে সহজে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। সেমিফাইনালে টাইগারদের মুখোমুখি হবে কোহলিরা। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে ভারত, এমনটি জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
বার্মিংহামে ১৫ই জুন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ নিয়ে অশ্বিন বলেন, ‘আমাদের সম্ভবত বাংলাদেশের সাথে খেলা। আমরা জানি তাদের দিনে তারা কেমন খেলে। তারা অসাধারণ ফর্মে আছে।’ বাংলাদেশ খেলবে সেমিফাইনালে, অশ্বিনের এমন ভবিষ্যতবাণীতে ভারতের খেলোয়াড়রা পাত্তা দেয় নি। সেটা উল্লেখ করে অশ্বিন বলেন, ‘প্র্যাকটিস ম্যাচের সময় আমি ড্রেসিংরুমে বলেছিলাম যে, বাংলাদেশের সাথে আমাদের সেমিফাইনালে দেখা হতে পারে। ড্রেসিংরুমে আমার বন্ধুরা কথাটা হেসেই উড়িয়ে দিয়েছিলো। কিন্তু, দেখেন এখন তারাই (বাংলাদেশ) সেমি ফাইনালে!’
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির তিন দলের দুইটিই এশিয়ার। গতকাল এই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি দল (পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে জয়ী)। এতে বড্ড খুশি অশ্বিন, ‘আমি খুবই খুশি যে এশিয়া থেকে তিনটা দল সেমিতে যাচ্ছে! বাংলাদেশের সাথে ম্যাচটা দারুণ হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ