Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজার- বিক্রয় চাপে সূচক ও লেনদেনে পতন অব্যাহত

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : তালিকাভুক্ত কোম্পানিগুলোর সিংহভাগের শেয়ারের ব্যাপক বিক্রয় চাপে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সূচক। এরই ধারাবাহিকতায় টানা চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারের সূচক কমেছে। সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির। এ সময় লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ১ লাখ টাকা।
এ সময় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৪৫০ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২৬২ দশমিক ০৫ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪ দশমিক ৭১ পয়েন্টে।
দিন শেষে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমজেএল বাংলাদেশ ও সিটি ব্যাংক।
এদিকে, সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৫ লাখ টাকা। এ সময় সিএসই’র সাধারণ মূল্য সূচক কমেছে ২৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।
এ সময় সিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের। দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এসময় টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো অলেম্পিক, ব্যাংক এশিয়া, একমি ল্যাব, সাইফ পাওয়ার টেক, নূরানী ডাইং, এসিআই, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ