Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিডনিতে নিরাপদে অবতরণ চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের ইস্টার্ণ এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৭৩৬ রোববার রাতে জরুরি অবতরণ করছে। বিমানটি সিডনি থেকে সাংহাই যাচ্ছিল। এয়ারবাস এ৩৩০ উড্ডয়নের পরপরই এর ইঞ্জিনের আবরণে বড় একটি ফুটো দেখা দিলে এটি জরুরি অবতরণে বাধ্য হয়। চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ওসেনিয়া ক্যাথি ঝাং এক বিবৃতিতে বলেছেন, ‘বিমানের ক্রু বাম ইঞ্জিনের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর তিনি অবিলম্বে সিডনি বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
যাত্রীরা অস্ট্রেলীয় গণমাধ্যমকে বলেন, বিমানটি বিকট শব্দ করছিল। হঠাৎ আমরা একটি পোড়া গন্ধ পাই।’ চালক তড়িঘড়ি না করে নিরাপদে অবতরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিমান বিশেষজ্ঞরা এই ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত করছেন। সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ