Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার বিশ্বকাপ নিয়ে আশাবাদী ইনফান্তিনো

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক রাজনীতিতে আপাতত কোনঠাসা অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা এখানেই। চলমান সমস্যা এই আয়োজনকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২২ বিশ্বকাপের আয়োজন নিয়ে যথেষ্ঠ আশাবাদী। সুইজারল্যান্ডের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘আমরা কুটনৈতিক সংকট মোকাবেলা করছি। সবকিছু স্বাভাবীক হযে যাবে বলে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা। আমরা কাতারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ