Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুস্থ ও হতদরিদ্রদের নিজের পায়ে দাঁড়াতে হবে : মেয়র নাছির

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুস্থ ও হতদরিদ্র সকলকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরনির্ভরশীলতা থেকে নিজেদের উত্তরণ ঘটিয়ে স্বাবলম্বি হওয়ার পন্থা বের করতে হবে। গতকাল (রোববার) এম এম আলী রোডস্থ রয়েল গার্ডেনে হাদী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহীদ মহিম-এনাম স্মৃতি সংসদের উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সার্বিক সহযোগিতায় রোজাদার দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র বলেন, সন্তানদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলা গেলে ধীরে ধীরে দারিদ্র্য দূর হবে। আল্লাহর উপর ভরসা করে কর্মের মাধ্যমে জীবনের উন্নয়নের পথ বের করতে হবে। সাধনা থাকলে কোন কিছুই বৃথা যায় না। ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রতন, থানা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান ছ্ট্টুু, আবদুল হাদী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহিউদ্দিন, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম, আবদুল হান্নান সহ অন্যরা। অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহমদ, কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, এস এম এরশাদুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে মেয়র আ জ ম নাছির উদ্দীন রোজাদার দুস্থ গরীব ৫শত জনের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন। মহেশখালের দুই পাড়ে টেকসই রাস্তা নির্মাণ এদিকে, গতকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহেশখালের প্রায় ১৫ কিলোমিটার এলাকা হেঁটে সরেজমিনে পরিদর্শন ও মাটি এবং আবর্জনা উত্তোলন কাজ তদারক করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র বন্দর রিপাবলিক ক্লাবের পার্শ¦স্থ মহেশখালের ব্রীজের নিচের বাঁধ থেকে শুরু করে ৩৮নং, ৩৭ নং, ২৬নং, ৩৬নং, ২৭নং ২৪নং, ১১নং ওয়ার্ড সমূহের উপর দিয়ে প্রবাহিত মহেশখালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তিনি ৫টি জায়গায় এস্কেভেটরের সাহায্যে আবর্জনা ও মাটি উত্তোলন কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। এ সময় মেয়র বলেন, মহেশখালের দুই পাড়ে দৃষ্টিনন্দন বাগানসহ টেকসই রাস্তা নির্মাণ করা হবে। খালের ভিতরের সকল মাটি ও আবর্জনা উত্তোলন করে পানি প্রবাহের পথ সুগম করা হবে। মহেশখালের বাঁধের কারণে খালটির করুণ দশা ও পরিবেশ দুষণের মত পরিস্থিতি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। মেয়র মহেশখালের উপরে নির্মিত অস্থায়ী বাঁধ অবিলম্বে অপসারণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। এ সময় কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ