রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় ঈদের বাজার এখনও জমে ওঠেনি। ব্যবসায়ীরা শাড়ি, থ্রি-পিস, প্যান্ট-শার্ট, তাঁতের লুঙ্গি,গামছা, জুতা-স্যান্ডেলসহ নানা পন্যসামগ্রী সাজিয়ে বসে আছেন। এখনও ক্রেতার ভীড় তেমন বাড়েনি। গত বছর পনের রোজার আগেই বেচা-বিক্রি শুরু হয়েছিল । এবার তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে । তবে সরকারি কর্মচারীরা বোনাস পেলে বাজারে নামবে বলে তাদের আশা। এদিকে, বেসরকারি সেক্টরে কর্মকর্তা-কর্মচারীরাও এখনও বাজারে নামেননি। ব্যবসায়ীরা আশা করছেন বিশ রোজার পর টানা বিক্রি শুরু হবে। জেলার বাইরে থেকে ঈদ করতে পাবনায় আসা মানুষ এলে বিক্রি বেড়ে যাবে। তবে টেইলারিং এর দোকানে ভীড় বেড়েছে। অনেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। একজন জুম্বা বানানোর অর্ডার দিতে গিয়ে ফিরে এসে এ কথা জানালেন। টেলারিং-এর মাস্টার তাঁকে জানিয়েছেন ,এক সপ্তাহ আগে আসলেও নিতে পারতাম । শার্ট-প্যান্ট, পাঁয়জামা, পাঞ্জাবি’র কাজ করতেই সময় চলে যাচ্ছে। জুব্বা অর্ডার নেওয়া সম্ভব নয়। তাকে আর একজন টেইলার মাস্টারের সন্ধান দিলে জানালেন, তিনি ভালো জুব্বা বানাতে পারেন না। শুক্র ও শনিবারে আওরঙ্গজেব সড়কে ভ্রামামান লুঙ্গি-গামছা, টুপির পসরা নিয়ে আসেন অনেকেই। তাদের দাঁড়িয়ে বিক্রি করতে হয়। তাদের সমস্যা অনেক। লাভ কম। কিন্তু ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। নানা নামে চাঁদা আদায় চলে। এটা না দিলে এই দিনে তারা ব্যবসা করতে পারেন না। এই প্রতিবেদক একটি লুঙ্গি কিনেলেন। দামের চেয়ে দশ টাকা বেশী চাইলেন। জিজ্ঞাসা করলাম আপনি তো এই দামে বিক্রি করতে রাজি হয়েছেন। সেটা দিয়েছি। তিনি জানালেন, এই লুঙ্গির বিক্রি করে মাত্র ১০ টাকা লাভ করেছি। ‘আপনি দোকান থেকে কিনলে’ তারা বসতে দিতো ,ফ্যান বাতাস খাওয়াতো সব মিলিয়ে এই লুঙ্গি আমার চেয়ে একশত টাকা বেশী দামে বিক্রি করতো। কথাটা মিথ্যে নয়। এই বিক্রেতা আর দশটি টাকা চাইলেন, ইফতার করবেন বলে। ইফতারের কথা শুনে না করা যায় না। তাঁতের লুঙ্গি নিয়ে আসা সবেদ প্রামানিকের কথা শুনে বোঝা গেল তাঁতের লুঙ্গির ব্যবসা এবার ভালো যাচ্ছে না।পাবনার অন্যান্য উপজেলা সদরে ঈদের ব্যবসা- বাণিজ্যের খবর নিয়ে জানা গেছে ,সেখানেও বেঁচা বিক্রি তেমন শুরু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।