Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিয়ার মায়া

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

মায়া দেবীর (মনীষা কৈরালা) শিমলাতে এক বিশাল বাংলোতে একা থাকে। বয়স চল্লিশ পেরোলেও সে এখনও একা আছে। তার মা শৈশবে তাকে ছেড়ে চলে যায় আর বাবা অসময়ে মারা যায়। এরপর থেকে তার চাচা তাকে বিশ্বাস করায় যে এর জন্য সেই দায়ী। নিজেকে অপয়া ভেবে নিয়ে সে একাই কয়েকটি প্রাণীর সঙ্গে দিন কাটায় আর কালো পোশাক পরা হিমাচলী পুতুল বানায়। পাশের বাড়ির দুই স্কুলগামী কিশোরী ইরা (শ্রেয়া চৌধারী) আর আনার (মাদিহা ইমাম) মায়াকে নিয়ে অনেক কৌতূহল। মায়াকে নিয়ে আলোচনা করতে করতে তারা সিদ্ধান্তে পৌঁছে একমাত্র ভালবাসাই তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। তারা বেদ নামে একটি চরিত্র সৃষ্টি করে এবং তার নামে মায়ার কাছে চিঠি পাঠাতে শুরু করে। মায়াও এই চিঠির প্রতিটি শব্দ বিশ্বাস করতে শুরু করে। মায়া সেই কল্পিত বেদের কাছে পৌঁছার জন্য তার বাংলো বিক্রি করে দিয়ে দিল্লিতে আসে কারণ দুই কিশোরী বেদের কল্পিত ঠিকানা লিখেছিল দিল্লির এক বাড়ির। ইরা আর আনা সরল একজন মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার জন্য অপরাধবোধে ভুগতে শুরু করে। তারা মায়া কাছে সব প্রকাশ করার সিদ্ধান্ত নেয়।

বলিউড শীর্ষ পাঁচ
১। সচীন- আ বিলিয়ন ড্রিমস ২। হাফ গার্লফ্রেন্ড ৩। দোবারা- সি ইওর ইভিল ৪। বাহুবলি টু : দ্য কনক্লুশন ৫। ডিয়ার মায়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিয়ার মায়া

১২ জুন, ২০১৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ