Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঈদের টেলিফিল্মে জুটি হলেন পপি ও ইমন

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি ঈদে ছোটপর্দায় কাজ করেন। এবারের ঈদে তিনি একটি নাটক ও একটি টেলিফিল্মে অভিনয় করছেন। একটি নাটকের কাজ রোজার আগেই শেষ করেছেন। আরেকটি টেলিফিল্মের কাজ তিনি শুরু করেছেন গত ১০ জুন থেকে রাজধানীর অদূরে পূবাইলে একটি শূটিং হাউজে। সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও নির্দেশনায় টেলিফিল্মটির নাম ‘কুসুম পুরের কুসুম কলি’। এতে কুসুম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও কলি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। পপি বলেন, ‘কুসুম পুরের কুসুম কলি টেলিফিল্মটির গল্প এক কথায় খুব চমৎকার। আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। এর আগেও সাদেক সিদ্দিকী ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। ইমনের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। ছোটপর্দায় এবারই প্রথম আমরা কাজ করছি। সবমিলিয়েই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। যথেষ্ট শ্রম দিয়ে, একাত্বতা নিয়ে কাজটি করছি।’ দীর্ঘ পাঁচ বছর পর পপির সঙ্গে আবারো কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, ‘পাঁচ বছর আগে বলা যায় নায়ক হিসেবে আমি নতুনই ছিলাম। পপি ম্যাডাম তখন সুপারস্টার নায়িকা। কিন্তু আমি নতুন হলেও তিনি আমাকে যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন তা মনে রাখার মতো। এতো বছর পর এসেও তার মধ্যে আমি কোন পরিবর্তন দেখিন। তার কাছ থেকে এখনো কাজ করতে গিয়ে যে সহযোগিতা পাচ্ছি।’ ঈদে এসএ টিভিতে প্রচারের লক্ষে ‘কুসুম পুরের কুসুম কলি’ টেলিফিল্মটি নির্মিত হচ্ছে। পপি ও ইমন প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জি সরকার পরিচালিত ‘গার্মেন্টস কন্যা’ চলচ্চিত্রে। ব্যবসা সফল এই চলচ্চিত্রের পর আর কোন চলচ্চিত্রে দু’জনকে অভিনয়ে দেখা যায়নি। এদিকে এবারের ঈদে পপিকে কায়সার আহমেদ’র নির্দেশনায় ‘মেন্টাল’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি তিনি এ রহমানের নির্দেশনায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে একটি ট্র্যাক্টরের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপি ও ইমন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ