নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : নয় হলো রাফায়েল নাদালের প্রিয় সংখ্যা। তবে স্প্যানিশ তারকা আজ নিশ্চয় সংখ্যাটা ভুলে যেতে চাইবেন।
নয়বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে এমনিতেই রেকর্ড গড়ে বসে আছেন। আর একবার জিতলেই পূরণ হবে ‘লা ডেসিমা’ অর্থাৎ দশম শিরোপা। উন্মুক্ত যুগে নির্দিষ্ট কোন গ্র্যান্ড ¯ø্যামে যে রেকর্ড নেই কারো। নয় সংখ্যাটা আপাতত ভুলতেই পারেন নাদাল। এজন্য সামনের বাঁধাটাও মস্ত। প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে পা রাখা তৃতীয় বাছাই স্তান ভাভরিঙ্কা।
সতর্ক ৩১ বছর বয়সীও সেটা ভালোভাবেই জানেন, ‘এটা ঠিক সে যখন কঠিন তখন অনেক কঠিন। তখন তাকে থামানো সত্যিই দুস্যাধ্য।’ তবে প্রতিপক্ষ যত কঠিনই হোক, তাকে লড়তে হবে ‘ক্লে কোর্টের রাজা’র বিপক্ষে। ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সুইসকে প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রেখেছেন রোলাঁ গ্যারোয় রেকর্ড ৭৮ জয় (হার মাত্র ২টি) পাওয়া নাদাল, ‘আমিও আক্রমনাত্মক খেলাই খেলব, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া কোন সুযোগ তাকে দেব না। তবে এটাও ঠিক- বলা যতটা সহজ, করা ততটাই কঠিন।’ জিতলেই পিট সাম্প্রাসের ১৫ গ্র্যান্ড ¯ø্যামের রেকর্ড স্পর্শ করবেন নাদাল। সর্বোচ্চ ১৮ গ্র্যান্ড ¯ø্যামের রেকর্ড রজার ফেদেরারের।
বিশ্ব সেরাদের এই লড়াই ঢাকার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সের এক নম্বর কোর্টে সাউন্ড সিস্টেমসহ জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।