Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্কোস্থ মার্কিন কূটনৈতিক সম্পত্তি জব্দের পরিকল্পনা রাশিয়ার

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মস্কোস্থ মার্কিন কূটনৈতিক সম্পত্তি জব্দ করার পরিকল্পনা করেছে রাশিয়া। এ ছাড়া, অ্যাংলো-আমেরিকান স্কুলের আইনি মর্যাদাও পরিবর্তন করবে। গত বছর আমেরিকায় জব্দ করা রাশিয়ার কূটনৈতিক চত্বর ওয়াশিংটন ফেরত না দিলে এ সব ব্যবস্থা মস্কো নেবে বলে খবর দিয়েছে রুশ দৈনিক কোমেরসান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, রাশিয়ার দু’টি ভবন ফেরৎ দেয়ার জন্য ওয়াশিংটনের কাছে দাবি জানিয়েছে মস্কো। জার্মানিকে আগামী মাসে জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এ দাবি জানানো হলো। এতে বলা হয়েছে, মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে মার্কিন কূটনৈতিক ভবন এবং মস্কোর মার্কিন কূটনৈতিক গুদাম জব্দ করতে পারে রাশিয়া। এ ছাড়া, মস্কোর আইনি মর্যাদা পরিবর্তন করে অ্যাংলো-আমেরিকান স্কুলের জীবন জটিল করেও তুলতে পারে রাশিয়া। অবশ্য এ কথার মানে কি তার ব্যাখ্যা দেয়া হয়নি। গত বছরের ডিসেম্বর মাসে মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে রাশিয়ার দু’টি চত্বর জব্দ করেছিল মার্কিন সাবেক প্রশাসন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ