Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেহরান হামলায় মার্কিন স্বার্থ রক্ষিত হয়েছে : কংগ্রেসম্যান

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে সন্ত্রাসী হামলাকে সমর্থন করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের এই নেতা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, তেহরানে গত বুধবার আইএস যে হামলা চালিয়েছে তা ছিল আমেরিকার জন্য সন্তোষজনক এবং এটি মার্কিন স্বার্থ রক্ষা করেছে। ইরানের পার্লামেন্ট- মজলিসে শূরায় ইসলামি ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আলাদা সন্ত্রাসী হামলায় ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হন। আইএসআইএল এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ