মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণাঞ্চলীয় মারাউয়ি শহরের দখল নিয়ে ইসলামিক স্টেটের (আইএস) মিত্রদের সঙ্গে লড়াইয়ে ফিলিপিন্স মেরিনের ১৩ সৈন্য নিহত হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জো-আর হাররেরা। গত শুক্রবার শত্রæ অবস্থানে অভিযানের সময় দুপক্ষের মধ্যে তীব্র লড়াইয়ে এসব সৈন্য নিহত হয় বলে জানিয়েছেন তিনি। এদের নিয়ে মারাউয়ির লড়াইয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর ৫৮ জন সদস্য নিহত হল। পাশাপাশি এ লড়াইয়ে শতাধিক বিদ্রোহী যোদ্ধা ও অন্তত ২০ জন বেসামরিক নিহত হয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনী উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত ও সংখ্যাগরিষ্ঠ হলেও স্বল্পপরিচিত মউত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা নিজেদের হিং¯্র শত্রæ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী সোমবার ফিলিপাইনের স্বাধীনতা দিবস। ওই দিনের মধ্যে মারাউয়ি শহর মুক্ত করার ঘোষণা দিয়েছে ফিলিপিন্সের সামরিক বাহিনী। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।