Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দ. কোরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কারাদন্ড

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মুন হিয়ং পিওকে আড়াই বছরের কারাদÐ দিয়েছেন সিউলের একটি আদালত। গত বৃহস্পতিবার তাকে এ সাজা দেয়া হয় বলে দেশটির বার্তা সংস্থা ইওনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় দুর্নীতি কেলেঙ্কারির কয়েকটি মামলা বিচারধীন রয়েছে। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে ও স্যামসাং গ্রæপের প্রধান লি জায়ে-ইয়োংয়ের মামলাও রয়েছে। বিচারাধীন মামলাগুলোর মধ্যে প্রথম রায় এটি। পাক কুন হে প্রশাসনের স্বাস্থ্য ও কল্যাণমন্ত্রী ছিলেন মুন হিয়ং-পিও। এছাড়া দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পেনশন সার্ভিসের (এনপিএস) অন্তর্র্বতীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়। মুন হিয়ংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ২০১৫ সালে স্যামসাং গ্রুপের সহযোগী স্যামসাং সিঅ্যান্ডটি ও চিল ইন্ডাস্ট্রিজের ৮০০ কোটি ডলারের একীভূতকরণের পক্ষে এনপিএসকে ভোট দিতে চাপ প্রয়োগ করেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ