নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম থেকে মাত্র এক জয় দূরে বিশ্বের তিন নম্বর নারী বাছাই সিমোনে হালেপ। পরশু ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ফাইনালে পা রাখেন রোমানিয়ান টেনিস তারকা। সেখানে তার জন্য অপেক্ষা করছেন র্যাংকিংয়ের ৪৭ নম্বর অবাছাই জেলেনা ওস্তাপেঙ্কো। হালেপের আগেই ফাইনাল নিশ্চিত করেন ওস্তাপেঙ্কো। সুইজারল্যান্ডের তিমিয়া কাস্কিনাস্কিকে ৭-৬(৪) ৩-৬ ৬-৩ গেমে হারিয়ে নিজের ২০তম জন্মদিনে নিজেকেই পুরষ্কৃত করেন লাটভিয়ান উদীয়মান টেনিস তারকা। ১৯৮৩ সালের পর এই প্রথম কোন অবাছাই আসরের ফাইনালে উঠল। ফাইনালে হালেপকে হারালে একটা রেকর্ডই করে ফেলবেন তিনি। ক্যারিয়ারে এখনো যে কোন ডবিøউটিএ শিরোপাই জেতেননি ওস্তাপেঙ্কো। দুই নম্বর বাছাই পিস্কোভার বিপক্ষে হালেপের জয়টি ছিল ৬-৪ ৩-৬ ৬-৩ গেমের। এদিন জিতলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠতেন চেক তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।