Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীনের খেদমত করলে দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে -আল্লামা নূরী

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আনজুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, তওবার মাধ্যমে জীবনের সকল পাপ মোচন হয়ে যায় বটে, কিন্তু জালিম ও অপরের হক ধ্বংসকারী, আত্মসাৎকারী কোন পার পাবে না। ইসলাম ধর্মে সবচেয়ে বড় জিহাদ হল নফ্সের বিরুদ্ধে জিহাদ। নফ্স শয়তানকে মোকাবেলা পূর্বক দ্বীন ইসলামের খেদমতে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলে দুনিয়া, আখেরাত উজ্জ্বল হবে।
গতকাল বাদ জুমা পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদে আল্লামা নূরী পবিত্র ওমরাহ  পালনে যাত্রাকালে মুসল্লি ও সাংগঠনিক নেতাকর্মীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর চীপ রিপোর্টার হাসান আকবর, চসিক কাউন্সিলর মো. মোরশেদুল আলম, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম, আনজুমানে রজভীয়া নূরীয়ার মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, সাংগঠনিক সচিব মুহাম্মদ মিয়া জুনায়েদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ