Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের আমদানি-রফতানি পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের মে মাসের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে চীনের আমদানি-রফতানির পরিমাণ। মে মাসের আমদানি-রফতানির পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটি গত বৃহস্পতিবার । এ পরিসংখ্যানের মাধ্যমে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বেইজিংকে এ গতি বজায় রাখতে সংগ্রাম করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। খবরে বলা হয়, মে মাসে চীনের বছরওয়ারি রফতানি আয় ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলার। অপরদিকে আমদানি ব্যয় ১৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ হাজার ২০ কোটি ডলার হয়েছে। বøুমবার্গ নিউজের জরিপের বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় এ পরিসংখ্যান অনেক ভালো। বিশ্লেষকরা রফতানি আয় ৭ দশমিক ২ শতাংশ ও আমদানি ব্যয় ৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এছাড়া গত মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০ কোটি ডলার, যা এপ্রিলের তুলনায় ২০০ কোটি ডলার বেশি। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স-প্রিটচার্ড বলেন, দেশের বিস্ফোরণোন্মুখ ঋণের রাশ টেনে ধরতে ভবিষ্যতে বাণিজ্য উপাত্ত সরকারকে সহায়তা করতে পারে। তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমদানির বর্তমান অবস্থা অব্যাহত থাকার সম্ভাবনা কম। প্রান্তিকগুলোয় ঋণ প্রবৃদ্ধির শ্লথতায় অর্থনৈতিক কর্মকাÐ দুর্বল হয়ে পড়বে। এছাড়া ভবিষ্যতে রফতানি প্রবৃদ্ধি বর্তমানের চেয়ে কমতে পারে। মার্চ মাসের তুলনায় এপ্রিলে চীনের আমদানি ও রফতানির পরিমাণ সামান্য বেড়েছে। এছাড়া কারখানা কর্মকাÐের ওপর পরিচালিত একটি বেসরকারি জরিপে দেখা গেছে, প্রায় এক বছরের মধ্যে মে মাসে প্রথমবারের মতো ম্যানুফ্যাকচারিং খাতে সংকোচন ঘটেছে। এদিকে আমদানি-রফতানি বাদে অন্যান্য পরিসংখ্যান চীনা অর্থনীতির ধীরগতির প্রবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। দুর্বল চাহিদা ও অতিরিক্ত শিল্পসক্ষমতার কারণে দেশটির ঋণের বোঝা বাড়ছে। গত মাসে প্রকাশিত উপাত্তে দেখা গেছে, দেশটির শিল্প উৎপাদন, খুচরা বিক্রি ও স্থায়ী সম্পদে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এএনজি রিসার্চের এক নোটে বেটি ওয়াং বলেন, এত দ্রæত চীনের আমদানির ওপর আশাবাদী হওয়া ঠিক হবে না। স্থায়ী সম্পদের বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণের ওপর মূল দৃষ্টি দিতে হবে। যদিও কঠোর আর্থিক নিয়মাবলির মধ্যেও মে মাসের প্রত্যাশাতীত বাণিজ্য উপাত্ত বাজার অনুভূতিকে প্রভাবিত করতে পারে।  এএফপি, বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ