Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম প্রবৃদ্ধি অর্জনের পথে বিশ্ব অর্থনীতি : ওইসিডি

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছর বিশ্ব অর্থনীতি ছয় বছরের মধ্যে দ্রæততম প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে। বাণিজ্য ঘুরে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের দুর্বল প্রবৃদ্ধি পূর্বাভাসের প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। স¤প্রতি অর্থনৈতিক পূর্বাভাস হালনাগাদ করেছে ওইসিডি। হালনাগাদ পূর্বাভাসে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ২০১৮ সালে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করার আগে চলতি বছর বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর আগে মার্চে চলতি বছরের জন্য ৩ দশমিক ৩ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। আশাপ্রদ পূর্বাভাস সত্তে¡ও বৈশ্বিক প্রবৃদ্ধি ২০০৮-০৯ সালের অর্থনৈতিক মন্দাপূর্ব সময়ের চেয়ে অনেক নিচে থাকবে বলে মন্তব্য করেছেন ওইসিডির মহাসচিব অ্যাঙ্গেল গুরিয়া। রয়টার্সের সঙ্গে এক সাক্ষতকারে তিনি বলেন, সবকিছুই আপেক্ষিক। আমরা খুব খারাপ অবস্থা থেকে মাঝারি পর্যায়ের দিকে এগিয়ে চলেছি। কিন্তু বিষয়টি নিয়ে উদযাপনের কিছু নেই বলে তিনি মনে করেন। গুরিয়া বলেন, এ অগ্রগতির অর্থ এই নয় যে, আমরা এটাতে অভ্যস্ত হয়ে পড়েছি বা এ প্রবৃদ্ধি নিয়ে পড়ে থাকতে হবে। তার মতে, আমাদের আরো ভালো কিছু করার জন্য সংগ্রাম করে যেতে হবে। পুনরুজ্জীবিত বাণিজ্য ও বিনিয়োগপ্রবাহ অর্থনৈতিক পূর্বাভাস উন্নয়নে সহায়তা করলেও শক্তিশালী প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সংরক্ষণবাদ ও নিয়ন্ত্রণের আকারে যে প্রতিবন্ধকতা রয়ে গেছে, সেগুলো তুলে নিতে হবে বলে জানিয়েছেন ওইসিডির মহাসচিব। এ অগ্রগতি উত্তম জীবনধারণের জন্য জনগণের চাহিদা ও ক্রমবর্ধমান আয়বৈষম্য কমার প্রত্যাশা পূরণ করার মতো যথেষ্ট নয়। এদিকে দুর্বল ডলারের কারণে শক্তিশালী রফতানি এবং কর কর্তনের ফলে গৃহস্থালি ব্যয় ও ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি সত্তে¡ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস হ্রাস করেছে ওইসিডি। চলতি বছর বিশ্বের শীর্ষ অর্থনীতিটির জন্য ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে প্যারিসভিত্তিক সংস্থাটি। এর আগে মার্চে ২ দশমিক ৪ শতাংশ ও এপ্রিলে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করেছিল ওইসিডি। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস হ্রাস পাওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত কর সংস্কার ও অবকাঠামো ব্যয় পিছিয়ে যাওয়ার অবদান রয়েছে বলে মনে করছেন ওইসিডির প্রধান অর্থনীতিবিদ ক্যাথেরিন মান। তবে ইউরো অঞ্চল, জাপান ও চীনের প্রবৃদ্ধি পূর্বাভাসে কিছুটা উন্নতি ঘটায় যুক্তরাষ্ট্রের দুর্বল পূর্বাভাসের প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ