Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতিদিন যুক্তরাষ্ট্র থেকে সাইবার হামলা মোকাবেলা করছে মস্কো

ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকোভ’র দাবি

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকোভ দাবি করে বলেছেন, প্রতিদিনই যুক্তরাষ্ট্রের ভূখÐ থেকে চালানো সাইবার হামলার মোকাবেলা করা সত্তে¡ও এ জন্য ওয়াশিংটনকে দায়ী করছে না রাশিয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, মস্কো দৈনিকই সাইবার হামলার মোকাবেলা করছে। এ সব হামলা আমেরিকার ভূখÐ থেকে চালানো সত্তে¡ও হোয়াইট হাউজ বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ সব হামলায় জড়িত বলে অভিযোগ করছে না মস্কো। রুশ প্রেসিডেন্টের ওয়েব সাইট লক্ষ্য করে এ সব হামলা চালানো হচ্ছে বলেও জানান তিনি। রাশিয়ার বিরুদ্ধে চালানো হামলায় ওয়াশিংটন বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকার বিষয়টি ক্রেমলিন বিশ্বাস করে কিনা এ সময়ে সুনির্দিষ্ট ভাবে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এ সব সাইবার হামলার পেছনে ওয়াশিংটন রয়েছেÑ এ রকম মন্তব্য করে মানুষের হাসির খোরাক হতে চাই না। তবে সত্যি কথা হলো, মার্কিন কোনো কোনো অঙ্গরাজ্য থেকে এ সব হামলা হচ্ছে। তিনি আরো বলেন, অবশ্য তাতে এটা প্রমাণিত হয় না এ সব সাইবার হামলায় মার্কিন কর্তৃপক্ষ জড়িত রয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ