Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিত্তিহীন বললেন ট্রাম্পের আইনজীবী

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের যে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসোউইৎজ। তিনি বলেন, গত বছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্তে কখনোই বাধা দিতে চাননি ট্রাম্প। বরং তিনি কোমির দিকে আঙ্গুল তুলে বলেন, কোমি যেসব তথ্য গণমাধ্যমে ফাঁস করেছেন সেগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, আজ কোমি স্বীকার করলেন, তিনি একতরফা এবং প্রতারণামূলকভাবে প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠকের তথ্য অনুমতি ছাড়াই গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন। অন্যান্য তথ্য ফাঁসের ঘটনাগুলো যেভাবে তদন্ত হয়েছে এই ঘটনাও সেভাবে তদন্ত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা যথাযথ কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেব। এক বিবৃতিতে কাসোউইৎজ আরও বলেন, কোমির এই সাক্ষ্যই শেষপর্যন্ত জনসম্মুখে এটা নিশ্চিত করেছে যে, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে গত বৃহস্পতিবার হাজির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা এবং সেটা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন কোমি। বিবিসি, রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ