Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতটি উড়োজাহাজ কিনছে ফিলিপাইন

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফরাসি উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের কাছ থেকে সাতটি এ৩২১সিইও উড়োজাহাজ কিনছে ফিলিপাইনের বৃহত্তম আকাশসেবা সংস্থা সেবু প্যাসিফিক। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক চাহিদা পূরণের লক্ষ্যে ৮১ কোটি ২০ লাখ ডলারের বিনিময়ে এ উড়োজাহাজগুলো কিনবে আকাশসেবা সংস্থাটি। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেবু প্যাসিফিক জানায়, আগামী বছরের মার্চে নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হবে। সংস্থাটির প্রধান আর্থিক কর্মকর্তা অ্যান্ড্রু হুয়াংয়োর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক চাহিদা পূরণের জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন।  এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ