মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবর্ধনায় গত বৃহস্পতিবার রাতে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদ্ব›দ্বী দেশ দু’টির প্রধানমন্ত্রীরা। নানা বিষয়ে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা চরমে, ঠিক তখনই এ ঘটনা ঘটল। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য উভয়ই আস্তানায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার রাতে অপেরা আয়োজিত সংবর্ধনায় লাউঞ্জে তারা শুভেচ্ছা বিনিময় করেন। গত বৃহস্পতিবার রাতে অপেরা আয়োজিত সংবর্ধনায় লাউঞ্জে তারা শুভেচ্ছা বিনিময় করেন। শরীফের হার্ট অপারেশনের পর এই প্রথম দু’নেতার মধ্যে সাক্ষাৎ হয়। মোদি এ সময়ে শরীফের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি নওয়াজের মা এবং পরিবার সম্পর্কে খোঁজ নেন তিনি। অবশ্য দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে এর আগে ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র গোপাল বাগলি বলেছিলেন, ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।