পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় পাটির পীর ফজলুর রহমান এমপি বলেন, এক বছরে দেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে লুটপাট হচ্ছে। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে বিদেশে। কিন্তু লুটপাটকারী ও পাচারকারীদের বিচার হচ্ছে না। এসব টাকায় কানাডা, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পাটির পীর ফজলুর রহমান এমপি অর্থমন্ত্রীর সমালোচনা করে এ তথ্য জানান। সুনামগঞ্জের এই এমপি বলেন, বিশ্বের কোথাও রিজার্ভ চুরির মতো ঘটনা ঘটে না। সংসদে দাঁড়িয়ে গতবার অর্থমন্ত্রী কথা দিয়েছিলেন, এ ঘটনার প্রতিবেদন তিনি প্রকাশ করবেন। কথা রাখেননি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটিতে কাদের নাম এসেছে, জানা গেল না। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গত ২ জুন অর্থমন্ত্রী বলেছিলেন, ব্যাংকে যাদের এক লাখ টাকা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সম্পদশালী। তার ওই বক্তব্যের সমালোচনায় পীর ফজলুর বলেন, কোন যুক্তিতে অর্থমন্ত্রী এ কথা বললেন? টাকা এখন আমরা অর্থমন্ত্রীর হাতেই তুলে দেব। ব্যাংকে রাখব না।
জাপার মহিলা এমপি খোরশেদ আরা হক বলেন, চার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এখন ২৬ হাজার ৪৮৬ কোটি টাকা। অথচ প্রতি বছরের বাজেটে ব্যাংকগুলোকে করের টাকা থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। আর এভাবে ঋণ খেলাপিদের উৎসাহিত করছেন অর্থমন্ত্রী। তিনি কয়েক বছরে ১৪ হাজার ৫০৫ কোটি টাকা মূলধন থেকে দিয়েছেন ব্যাংকগুলোকে। এক বছরে দেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব টাকায় কানাডা, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করা হচ্ছে। কানাডার একটি এলাকার নাম হয়ে গেছে বেগমগঞ্জ। কারণ ওই এলাকায় বাংলাদেশি বেগমসাহেবারা থাকেন। অন্যদের মধ্যে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, আবু জাহির, কাজী কেরামত আলী, আব্দুল মালেক, আব্দুল মজিদ খান, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান এদিন বাজেট আলোচনায় বক্তব্য দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।