Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারলেই বাড়ি ফেরা : জিতলেও কি পাবে সেমির দেখা?

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

‘জিতলে আছো, হারলে বাড়ি’- দু’দলের সামনে যখন এমন সমীকরণ তখন কি আর কেউ কাউকে ছাড় দেবে? টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার আশা বলে কথা! সে স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। তবে আগামীকাল যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বা নিউজিল্যান্ডের জয় কোন কাজেই আসবে না। তাই এ ম্যাচে জয় দিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি পরের দিন অস্ট্রেলিয়ার পরাজয়ের প্রার্থনা করতে হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। কার্ডিফে সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই। প্রথম দু’ম্যাচের দু’টিই জিতে ‘এ’ গ্রæপ থেকে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এই গ্রæপের বাকী তিন দলেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। ২ ম্যাচে অংশ নিয়ে বৃষ্টিতে দু’টি পরিত্যক্ত হওয়ায় ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার জন্য সমীকরণটা সহজ। আগামী ১০ জুন গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে জিতলেই সেমিতে জায়গা নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। আর অজিরা হেরে গেলে সুযোগ তৈরি হবে ১ পয়েন্ট করে সংগ্রহে থাকা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। নিজেদের মুখোমুখিতে যে দল জিতবে তারাই সেমির টিকিট পাবে। এমন সমীকরণ নিয়ে গতকাল কথা বলেছেন দু’দলের দুই ভরসা তামিম ইকবাল ও ট্রেন্ট বোল্ট। সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যের চৌম্বক অংশ তুলে ধরেছেন ইমরান মাহমুদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ