Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা আরোপের হুমকি

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এক সাক্ষাতকারে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেন, কাতারকে সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয়া ও অর্থায়ন বন্ধ করতে হবে। আমরা দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন চাই না। তবে বিদ্যমান নীতির পরিবর্তনের বিষয়ে প্রতিশ্রæতি দিতে হবে। তা না হলে প্রয়োজনে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে, সউদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের ঐক্য ধরে রাখার আহŸান জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ঐক্য জরুরি বলেও মন্তব্য করেন ট্রাম্প। চলমান সংকট নিরসনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও ফ্রান্স। প্রসঙ্গত, সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোচ্ছেদ করেছে সউদি আরবসহ আটটি মুসলিম রাষ্ট্র। সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কুয়েত ও তুরস্ক। তবে সংকট নিরসনের বদলে আরো ঘোলাটে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা বলেন, কাতারকে আচরণগত পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা আমাদের স্বার্থ রক্ষায় যেকোন পথ বেছে নেব। আর এজন্য সব বিকল্পই ভাবা হচ্ছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ